কেকের অর্ধেকটা? না, আর নয়।

কিছুটা অদ্ভুত শোনাচ্ছে জানি, তবে এটা আমার চিন্তাধারা পুরোপুরি বদলে দিয়েছে।

ছবিটা জিমের(আমার মেন্টর ও বিজনেস পার্টনার) সন্তানের পঞ্চম জন্মদিনে তোলা, রাত তখন প্রায় ন’টা। তারা ‘হ্যাপি বার্থডে’ গান গাইছে সামনে একটা কেক নিয়ে, যেটার অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছিল। ‘কাজে ব্যস্ত’ থাকার কারণে জিম সময়মতো পৌঁছাতে পারেনি।

 সেই রাতে জিম নিজের কাছে একটা প্রতিজ্ঞা করে। ‘আর নয় অর্ধেক কেক’।

তখন সালটা ছিল ২০১৮, সফলতার মানেটা জিম উপলব্ধি করেছিল একটু অন্যভাবে।

 

আমার কাছে যদি তখন সফলতার মানে জানতে চাইতেন, হয়তো ঐ সময়ের জিমের মতো আমিও একটা মোটাসোটা ব্যাংক একাউন্ট, বাড়ি, গাড়ি আর কিছু ঠুনকো বস্তুকে মাপকাঠি হিসেবে নিয়ে সফলতাকে সংজ্ঞায়িত করতাম যেগুলোকে আর দশজন মানুষ সোশ্যাল মিডিয়ায় জাহির করতে চায়। জিমের মতো আমিও ভাবতাম, ‘আমি যদি এখন অমানুষিক পরিশ্রম করি, পরে গিয়ে নিশ্চিন্তে এনজয় করতে পারব। এই চিন্তার সমস্যাটা জিম উপলব্ধি করেছিল সেই রাতের ঐ মুহুর্তে, অর্ধেক খাওয়া কেকটা সামনে নিয়ে;

 যে তার এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল ছিল। 

সফলতা শুধুই আপনার বিজনেস থেকে অর্জিত রেভিনিউয়ের পরিমাণ বাড়ানোতে নয়, বরং সফলতা তো রয়েছে আপনি কতটুকু স্বাধীন হতে পারছেন তাতে আর আপনার কাজগুলো কতটুকু প্রভাব রাখতে পারছে তাতে।

 আর যখনই জিম এই ব্যাপারটা অনুধাবন করলো, মুহূর্তেই যেন সবকিছু বদলে গেল;  

কেবল জিমের ব্যক্তিগত জীবন নয়, তার পুরো এজেন্সিতেই এর প্রভাব পড়েছিল।

শুক্রবার বিকেলে কোনো রকম কাজের ব্যস্ততা ছাড়াই পরিবারের সঙ্গে একান্ত কিছু সময় কাটানোই তো সফলতা।

জীবনকে একটু উপভোগ করাও সফলতা, ইনবক্সে/মেইলে/স্ল্যাকে বন্দি না থাকাও সফলতা।

 এই সফলতাটুকুই তো আমরা সবাই চাই, তাই না? 

এটাই আমরা কারণ আমাদের চাওয়াই আমাদের আইডেন্টিটি। আমি চাই, এই আইডেন্টিটি আপনিও. ধারণ করুন।

আপনিও কি আপনার প্রত্যাশাগুলোকে বাস্তবতায় রূপ দেবার স্বপ্ন দেখেন?

তাহলে নিজেকে প্রস্তুত করুন এক অনুপ্রেরণায় ভরপুর পথচলার জন্য; যে অনুপ্রেরণার জার্নিটা কোনো রঙঢংয়ে চমকপ্রদ গল্প থেকে নেয়া নয়। যে পথচলার গল্পটা শুরু হয়েছিল বাংলাদেশেরই এক ক্ষুদ্র-প্রত্যন্ত গ্রাম থেকে, আর শেষ(!) হয়েছে একজন সফলতার সফটওয়্যার ইঞ্জিনয়ারের বেশে।

Time to get a little personal here.

পথচলার শুরুটা যেখানে:

একটা ছোট্ট গ্রামের কথা কল্পনা করুন, যেখানে ছোট্ট এক তরুণ অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছিল। অনিশ্চয়তা আর বাধা-বিপত্তিতে ভরপুর পথচলার শুরুটা এখানেই। এই বাধা-বিপত্তি ও অনিশ্চয়তাগুলো কাটিয়ে ওঠার একমাত্র অবলম্বন ছিল তার ঐ স্বপ্নগুলো, যেগুলো একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে গেছে।

কর্মজীবনের দুনিয়ায় পদচারণ:

স্কুল শেষে বাড়ি ফেরার রাস্তাটা যতটা নিশ্চিন্তে পার হওয়া যায়, ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা ঠিক ততটাই অনিশ্চয়তায় জর্জরিত ছিল। এই রাস্তা সেই গোলকধাঁধার মতো, যার সমাধান তার থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এই সুযোগটাই নেয় স্ক্যামাররা, বারবার। এই গোলকধাঁধা থেকে সে উদ্ধার পেল কীভাবে? এই প্রশ্নের উত্তর পাবেন এক ঝাঁক অভিজ্ঞতার ঝুলিতে। যে উত্তরগুলোকে সম্বল করে আপনিও নিয়ন্ত্রণে নিতে পারেন আপনার সফলতার লাগাম। 

একটি ইউনিক ক্লাবের সূচনা ও লক্ষ্য:

আমার জার্নিটা একটা নাটকীয় মোড় নেয় যখন সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটা সিদ্ধান্ত নিলাম— এমন একটা কমিউনিটি তৈরি করা, যেটা কেবল তাদের জন্য হবে যারা সঠিক ও উপযুক্ত উপায়ে টেকনলোজিতে স্কিল্ড হতে চায়। যে কমিউনিটিতে সেই গোলকধাঁধাগুলো সমাধান করে দেয়া হবে প্রজ্ঞা, দিকনির্দেশনা আর প্রয়োজনীয় সকল সাপোর্টের মাধ্যমে। এই জার্নির অংশ হতে চান? জানতে চান কীভাবে আপনার জার্নিকে মসৃণ করার লক্ষ্যটা এই কমিউনিটির সূচনা করলো, কীভাবে হয়ে উঠল আপনার স্বপ্ন পূরণের এক নির্ভরযোগ্য মাধ্যম?

‘সফলতা’ থেকেও বেশি কিছু:

জার্নিটা ‘সফল’ হওয়াতেই শেষ হয়নি। বরঞ্চ আমি আমার অর্জিত অভিজ্ঞতা ছড়িয়ে দিতে কাজ করছি। সঠিক মেন্টরকে ফলো করে আপনি নিজেকে বাকি সবার থেকে আলাদা করতে পারবেন।

আমার কর্মজীবনঃ

Freelancing career: 

Freelancer.com Profile: https://www.freelancer.com/u/exelentshakil (Ended 2 years ago)

Legiit.com Profile: https://legiit.com/exelentshakil/ 

Fiverr.com Profile: Banned March 2024 I don’t know why, will share this story and why you should avoid Fiverr and use Legiit instead!

Upwork.com: Odesk ১বার, Upwork ১বার, ২ বার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পর কিছুই করতে পারি নি তেমন, একটা ভাঙ্গা অ্যাকাউন্ট আছে দেখতে পারেনঃ https://www.upwork.com/freelancers/~01e19084859cda495e

Now:

Software Engineer (Remote): HeartCore Growth: heartcoregrowth.com

How Many Websites Did You Build?
I have stopped counting after 2016.
Currently Managing 100+ WP Powered Websites and more coming in..

Project Im Proud To Be As a Software Engineer:  Legiit.com (Freelance Platform, Now World’s Top): legiit.com 

Any Local Business You did or own so we know you know something about BD local business model too?
Noon’s Baby (Premium Babycare business that is doing really good and growing): noonsbaby.com

শেষ কথা:

অনুপ্রেরণামূলক এই জার্নির ব্যাপারে জেনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, যে সাফল্যের পথ মোটেও সহজ হতে যাচ্ছে না। সঠিক জ্ঞান এবং অদম্য স্পৃহার সাহায্যে আপনার অনন্য সফলতার গল্প রচনা করতে আমাদের সাথে যুক্ত হোন। আপনার স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করতে এখনই পদক্ষেপ নিন, যেভাবে নিয়েছিল আমি।

hey, you know what time it is?

Time To Take Action

Proven secret to easy and transformative thinking with our new,

limited-time WordPress eCommerce Website Without Coding/Programming Knowledge,

guaranteed to change the way you think!

WordPress
e-Commerce
চ্যালেঞ্জ প্রোগাম (M3)
Proof of concept

চ্যালেঞ্জ প্রোগাম হবে ৩৫ দিনের টার্গেট WordPress eCommerce Website Without Coding/Programming Knowledge – Modern Marketing Mastermind (M3) ইন শা আল্লাহ, এছাড়া স্পেশাল থিম প্রোগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ পাশাপাশি ফেইসবুক গ্রুপবিনোদন + মোটিভেশান প্রোগ্রাম রুটিন….৷৷৷

অর্থাৎ, আগামী ৩৫ দিন আপনাকে ঘোড়ার মত স্পীডে গাধার খাটুনি খেটে প্রচুর প্র্যাকটিস করতে হবে। মনযোগী হলে ও প্রোপার ওয়ে ফলো করে বুঝতে পারলে বেসিক ওয়েবসাইট থেকে E-Commerce ডিজাইন করতে বেশি সময় লাগবে না আপনার। এর অর্থ হচ্ছে, এই ৩৫ দিন আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আপনাকে WordPress E-Commerce সাথে Facebook Ads (বিজনেসের জন্য) শিখানোর দায়িত্ব আমার, শুধু আমার কথাগুলো টু দ্যা পয়েন্ট শুনতে ও বুঝতে হবে।

ব্যাচ থাকবে ৩ টা(শুধুমাত্র ছেলেদের জন্য)
*** নরমাল ইউজার ব্যাচ (মোটামুটি ধারণা আছে, কিন্তু সকল বিষয় জানলেও কোন গাইডলাইন না পাওয়ায় কাজ ঠিক ভাবে গুছিয়ে করতে পারি না। এক কথায় WordPress সম্পর্কে আমার নতুন করে শিখা প্রয়োজন)

** স্টুডেন্ট ব্যাচ ( কম পক্ষে বয়স ১৭ বছর হতে হবে)
* ⁠”কিছুই জানেন না” স্পেশাল ব্যাচ

সপ্তাহ ভিত্তিক প্রজেক্ট এক্সারসাইজ রুটিন করে দেয়া হয়।

✪ হোয়াটসঅ্যাপ গ্রুপ WordPress eCommerce প্রোগ্রামে থাকছে: ( হোয়াটসঅ্যাপ একাউন্ট থাকতে হবে)

➤ লাইভ প্রজেক্টের মাধ্যমে এক্সপেরিয়েন্স শেয়ার
➤ চাকরি করবো, ফ্রিল্যান্সিং করবো নাকি রিমোট জব খুঁজবো? অথবা ব্যবসায় মনোযোগ দিবো ইত্যাদি ব্যাপার নিয়ে হাজার মানুষের হাজার রকম প্রশ্ন থাকে সবসময় আমি চেষ্টা করবো এই সেশনে সেগুলোরই আপডেট দেবার
➤ Elementor, WooCommerce, CartFlows, ডোমেইন এবং হোস্টিং ও অন্যান্য টুলস এর ব্যবহার নিয়ে রেগুলার আপডেট

➤ প্রজেক্ট এক্সারসাইজ আপডেট
➤ সপ্তাহিক আপডেট
➤ ডিজাইন ফান্ডামেন্টালস
➤ ভিজুয়াল হায়ারার্কি
➤ টাইপোগ্রাফি
➤ সিক্রেট Facebook Ads রেসিপি (High-Converting ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেল হয় সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা – ডোমেইন ভেরিফিকেশন ও পিক্সেল সেটাপ টু ফেসবুকে সেলস অ্যাড রান করার খুঁটিনাটি)

● ডাউট ক্লিয়ার করে নেওয়ার সুযোগ Private Facebook & Whatsapp Group
● সপ্তাহ ভিত্তিক সমস্যা বুঝে প্রজেক্ট চেঞ্জ

স্পেশাল থিম প্রোগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ পাশাপাশি ফেইসবুক গ্রুপ
বিনোদন + মোটিভেশান প্রোগ্রাম রুটিন….

প্রথম সপ্তাহ সবচেয়ে চ্যালেঞ্জিং। আমি ধরেই নিচ্ছি আপনি একদম নতুন। যদি আগে থেকে কিছু জেনে থাকেন সেটা আপনার জন্য বোনাস। এই প্রথম সপ্তাহে প্রচুর প্র্যাকটিস এবং ফিডব্যাকের মাধ্যমে আপনার ব্রেইনকে ফ্লেক্সিবল করে তোলাই হল আমার মুল উদ্দেশ্য। 

চ্যালেঞ্জ কিভাবে হবে?

এটা অনলাইন চ্যালেঞ্জ প্রোগাম। চ্যালেঞ্জের সব ভিডিও রেকর্ড থাকবে আমাদের Learning Manangement System এ, তাই যেকেউ ভিডিও দেখে চ্যালেঞ্জে অংশ নিতে পারবে। এটা Course টাইপ কিছু না, চ্যালেঞ্জ ভিডিও দেখে টাস্ক কমপ্লিট করবেন আর সপ্তাহিক Mastermind যখন হবে Whatsapp ও Facebook(Private) গ্রুপে জানানো হবে।

ভাই, আসলে এটা চ্যালেঞ্জ প্রোগ্রাম, কোর্স টাইপ না যে ভিডিও দেখবেন অবসর সময় ব্যবহার করে, পারলে পারলাম না পারলে নাই! এটা তাদের জন্য, চ্যালেঞ্জের এই ৩৫ দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে(হোয়াটসঅ্যাপ একাউন্ট থাকতে হবে):

  • সকাল ৯ থেকে – রাত ৭টা প্রশ্ন-উত্তর (প্রতিদিন)
  • রাত ৭টা – রাত ৯টা প্রজেক্টের যতদূর হলো ছবিসহ আপডেট (প্রতিদিন)
  • রাত ৯টা – রাত ১০টা প্রজেক্টের ফিডব্যাক (প্রতিদিন)
  • চিট ডে! প্রতি শুক্রবার (Mastermind): সিক্রেট Facebook Ads রেসিপি (High-Converting ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেল হয় সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা – ডোমেইন ভেরিফিকেশন ও পিক্সেল সেটাপ টু ফেসবুকে সেলস অ্যাড রান করার খুঁটিনাটি)

এই সমস্যা, সেই সমস্যা বলে ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকলে আপনারই লস হবে যদি চ্যালেঞ্জ নিয়ে কিছু শিখতে না পারেন। একজন মেন্টরের কথা শোনা, বকা খাওয়ার মানসিকতা ও নিজের দক্ষতা বাড়ানোর মাইন্ডসেট থাকলেই কিছু না কিছু অবশ্যই শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ।

প্লিজ প্লিজ প্লিজ৷ ১০০ বার পড়ুন
আপনি কোন ব্যাচের জন্য রেজিষ্ট্রেশন করেছেন সেটাও সিলেক্ট করতে হবে
এছাড়া ও
বয়স যদি ১৭ বছরের কম হয়৷ অসুস্থ থাকেন তাও উল্লেখ করবেন
উপরিউক্ত কারন উল্লেখ সহ, রেজিস্ট্রেশন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে….. হোয়াটসঅ্যাপ একাউন্ট 01793497154

পেমেন্ট করতে আসুবিধা হলে বা কোন কারনে একবার রেজিস্টেশন করেছেন কিন্তু পেমেন্ট ফেইল্ড হলে এই মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করলেই হবেঃ 01793897154

 

WordPress
e-Commerce
চ্যালেঞ্জ প্রোগাম (M3)
Challenge Model

Orientation and Setup

  • Days 1-2: Orientation
    • Introduction to WordPress, WooCommerce, and Elementor.
    • Setting up communication channels: WhatsApp and Facebook groups.

Demo Session:

Stage 1: WordPress Fundamentals

  • Days 3-7: WordPress and Elementor Basics
    • Milestone: Complete a basic static page using Elementor.
    • Activities include installing WordPress, choosing themes, adding plugins, and an introduction to Elementor.

Stage 2: Setting Up E-Commerce Functionality

  • Days 8-14: WooCommerce Setup and SEO
    • Milestone: Launch a functioning product section with SEO basics applied.
    • Detailed setup of WooCommerce, creation of product listings, introduction to essential eCommerce functionalities, and basics of SEO.

Stage 3: Marketing Integration

  • Days 15-21: Marketing Techniques and Initial Campaigns
    • Milestone: Successfully integrate CartFlows and launch a basic Facebook Ads campaign.
    • Incorporating CartFlows for an enhanced checkout experience, starting email marketing for cart abandonment, and creating initial Facebook Ads.

Stage 4: Advanced Marketing Techniques

  • Days 22-28: Advanced Marketing and Site Optimization
    • Milestone: Implement advanced Facebook ad strategies and conduct a full site security audit.
    • Learning about audience targeting, retargeting, advanced ad optimizations, using analytics to measure ad performance, and implementing best security practices.

Stage 5: Launch Preparation and Review

  • Days 29-35: Finalization and Launch
    • Milestone: Successfully launch the eCommerce site with optimized landing pages.
    • Final project tweaks, peer and mentor feedback, final SEO checks, and the official site launch.

Continuous Learning and Support

  • Weekly Mastermind Sessions: Held every Friday for discussing high-converting Facebook Ads recipes and landing page optimizations.
  • Daily Engagement: Morning Q&A for problem-solving and evening updates to share progress.

WordPress
e-Commerce
চ্যালেঞ্জ প্রোগাম (M3)
How It's Different?

HIGH LEVERAGE = HIGH IMPACT
Get access to a people, ideas, and resources that create the perfect storm for high-impact growth in you and your business.

IMPLEMENTATION-FOCUSED
Like-minded groups are great, but it’s not a useful mastermind if you’re not empowered to execute and grow revenue.

MENTOR-LED AND PEER-SUPPORTED
Mentor who know how to get you where you want to go, AND peers to support your growth as you support theirs.

MD Abdus Sattar
MD Abdus Sattar
2024-04-25
আমি মোটামুটি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ পারি এবং করে আসতেছি। তবে আমি ইকমার্স বিজনেসের ফুল টেকনিকাল বিষয়গুলো ভালোভাবে জানার এবং বোঝার অভাব অনুভব করতেছিলাম, কারন আমি এখন একটি বিষয় খুব ভালভাবে বুজতে পেরে গেছি যে অন্যকে খুসি করতে পারলে আমি খুসি অনুভব করি, অন্যের সফলতার মাঝেই আমার সফলতা হোক সেটা পরিবারের কেউ অথবা বিজনেস পার্টনার বা ক্লাইন্ট। আমি খুজতেছিলাম যে এমন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে যেন প্রাক্টিকালি বিজনেসের সকল টেকনিকাল বিষয়গুলো গোছালোভাবে আমকে বোঝাবে যতটুকু জানলে একটি বিজনেসের হাল ধরে বিজনেসকে এগিয়ে নিয়ে যেত পারবো। Shakil Ahmed ভাইয়ের "WordPress E-Commerce চ্যালেঞ্জ প্রোগামটি ফেসবুক Ad এর মধ্যমে দেখে সকল কনটেন্ট গুলো পড়লাম এবং দেখলাম। ইনশাআল্লাহ আমি যা চাচ্ছি তা এখান থেকেই পাবো তাই চ্যালেঞ্জটা নিয় নিলাম। ফাইনালি প্রথম ক্লাসটা দেখার পর আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি বিজনেস সম্পর্কে যা অল্প সময়ের মধ্যে জানতে চাচ্ছি তা ১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের কাছ থেকে জানতে পারব আলহামদুলিল্লাহ। ধন্যবাদ Shakil Ahmed ভাই এমন একটি প্রোগ্রাম এত বাস্ততার মাঝেও আপনি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Redoan Ahmmed
Redoan Ahmmed
2024-04-24
আলহামদুলিল্লাহ! এখন পর্যন্ত "WordPress E-commerce Challenge Program(M3)" থেকে যথেষ্ট পরিমাণ ভ্যালু পেয়েছি এবং সামনে আরও ভালো কিছু পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত - ১। বড় কোম্পানি গুলোর ইঞ্জিনিয়ারিং টিমের মিটিং গুলো কিভাবে হয় সে সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। ২। একজন ডেভেলপার কিংবা ডিজাইনারের ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট স্কিলের পাশাপাশি ইন্ডাস্ট্রি/বিজনেস সম্পর্কে যে ভালো একটা আইডিয়া থাকা দরকার তা বুঝতে পেরেছি। ৩। "যেকোনো স্কিলে একটা মিনিমাল নলেজ অর্জনের সাথে সাথে অ্যাকশন নিতে হবে এবং যেকোনো একটা বিষয়ে অনেক বেশি সময় নষ্ট করা যাবেনা কারণ আমাদের সময় লিমিটেড" - এই ব্যাপারটা অনুধাবন করতে পেরেছি। ৪। চ্যলেঞ্জের শুরুতেই চ্যালেঞ্জারদের এনগেজড রাখার জন্য ছোটোখাটো কুইজ+পুরষ্কারের ব্যবস্থা করা হয়েছে যা খুবই ইউনিক এবং ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। আর আপকামিং চ্যালেঞ্জে আমরা মুলত ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের ফান্ডামেন্টাল থেকে শুরু করে একটা বিজনেসের জন্য পরিপূর্ণ ই-কমার্স সাইট+ল্যান্ডিং পেইজ বিল্ড করবো যেখানে প্রোডাক্ট ডিসপ্লে, পেমেন্ট মেথড সেটাপ, ই-মেইল মার্কেটিং সেটাপ সহ প্রয়োজনীয় সব ই-কমার্স ফাংশনালিটি সেটাপ সম্পর্কে একটা ভালো ধারণা পাবো। এর পাশাপাশি একটা বিজনেস থেকে রেভিনিউ জেনারেটের জন্য ফেইসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটাপ সম্পর্কে হাতে কলমে দেখবো। সর্বোপরি একটা বিজনেসের জিরো থেকে রেভিনিউ জেনারেশন পর্যন্ত সব কিছুই দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা নিজের কোনো বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তাহলে এই চ্যালেঞ্জটা আপনার জন্য একদম পারফেক্ট বলা চলে। এছাড়া আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিংবা লোকাল মার্কেটে "ই-কমার্স ওয়েবসাইট বা হাই কনভার্টিং ল্যান্ডিং পেইজ ডিজাইন" রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে চান তাহলে এই চ্যালেঞ্জ থেকে একটা ভালো ধারণা পাবেন আশা করছি।
Shakibur Rahman
Shakibur Rahman
2024-04-24
আমি সাকিবুর রহমান। বলা যায় একটা অতৃপ্ত আত্মা। আলহামদুলিল্লাহ ,আমার চিন্তা জগতের একটা নতুন দিশা খুঁজে পেয়েছি শাকিল ভাইয়ের মাধ্যমে। অনেক সময় ধরে অনেক জায়গা থেকে শেখার ট্রাই করছি । হয়তো কিছু বিষয়ে শিখেছিও , কিন্তু প্রপার মেন্টরিং এর অভাবে শেখার বিষয়গুলোকে অর্গানাইজেওয়েতে রিয়েল লাইফে কাজে রূপ দেয়া হয়নি। শাকিল ভাইয়ের কনসেপ্টটা তুলনামূলক নতুন এবং এটা অনেকটা এমন যে ,আমার একটা কাজে ততটুকুই সময় দেয়া উচিত, যতটা ওই কাজের জন্য আসলেই প্রয়োজন । রিয়েল লাইফ বিভিন্ন প্রজেক্ট চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার মাধ্যমে নিজের স্কিল সম্পর্কে এনাফ কনফিডেন্ট হওয়া এই কনসেপ্ট এরই অংশ। কনসেপ্টটা নতুন হলেও আমার কাছে খুব বেশি ইফেকটিভ মনে হয়েছে এবং আমি এই চ্যালেঞ্জ প্রোগ্রাম নিয়ে বেশ আশাবাদী । ইনশাআল্লাহ এখানে এমন কিছু হতে যাচ্ছে যেটা কিনা এই সময়ে খুব বেশি দরকার ,একজন মানুষ হিসেবে তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে ভালোভাবে টিকে থাকার জন্য।
Boni Amin
Boni Amin
2024-04-24
WordPress E-Commerce চ্যালেঞ্জ প্রোগাম (M3) আমার জীবনে নেওয়া বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি যা থেকে আমি অভিজ্ঞ, সৎ এবং কর্মোদ্যম একজন মেন্টর এর তত্ত্বাবধায়নে থকে একটি পরিপূর্ণ স্কিল শিখে আমার ই- কমার্স বিজনেস পরিকল্পনাকে বাস্তবে রুপ দেওয়ার এবং ফ্রিল্যান্স ক্যারিয়ারে সফলতা অর্জনে অনেক অনেক আশাবাদী।
R 54 Mahedi Hasan-135
R 54 Mahedi Hasan-135
2024-04-24
আমি অনেক খুশি যে , আপনার মত একজন ধার্মিক এবং ভাল মনের মেন্টর পেয়েছি । আমি অনেক বিষয় এখন ক্লিয়ার হয়েছি যে,কি এইম হওয়া উচিত ,আমি যা বুঝতে পারলাম আপনার আমাদেরকে শিখানোর জন্ন্যে অনেক আগ্রহ ,

ব্যাচ সিলেক্ট করুনঃ

E-Commerce চ্যালেঞ্জ প্রোগাম (M3)1
ব্যাচ: নরমাল ইউজার ব্যাচ,
+
550.00
E-Commerce চ্যালেঞ্জ প্রোগাম (M3)1
ব্যাচ: "কিছুই জানেন না" স্পেশাল ব্যাচ,
+
750.00

আপনার বিস্তারিত ডিটেইলসঃ

Bangladesh

ব্যাচঃ

Product Subtotal
E-Commerce চ্যালেঞ্জ প্রোগাম (M3) - নরমাল ইউজার ব্যাচ  × 1 550.00
Subtotal 550.00
Total 550.00
  • Pay with bKash PGW.

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

FREQUENTLY ASKED QUESTIONS

যদি নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনও আপনাকে বর্ণনা করে, তাহলে M3 আপনার জন্য খুবই ভ্যালুয়েবাল হবে:

  • যারা অনলাইন ব্যবসার জন্য মার্কেটিং চালাচ্ছেন।
  • যারা High-Converting WordPress eCommerce website / ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেল হয় সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে চায়।
  • যারা “শেখার জটিলতা” এড়াতে চান এবং একজন মেন্টর চাচ্ছেন যে আপনাকে রেগুলার হেল্প করবে।
  • যারা চাকরি করবো, ফ্রিল্যান্সিং করবো নাকি রিমোট জব খুঁজবো? অথবা ব্যবসায় মনোযোগ দিবো ইত্যাদি ব্যাপার নিয়ে হাজার মানুষের হাজার রকম প্রশ্ন নিয়ে ব্রেইন প্রায় নষ্ট করে ফেলেছেন।
 

এটা অনলাইন চ্যালেঞ্জ প্রোগাম। চ্যালেঞ্জের সব ভিডিও রেকর্ড থাকবে আমাদের Learning Manangement System এ, তাই যেকেউ ভিডিও দেখে চ্যালেঞ্জে অংশ নিতে পারবে। এটা Course টাইপ কিছু না, চ্যালেঞ্জ ভিডিও দেখে টাস্ক কমপ্লিট করবেন আর সপ্তাহিক Mastermind যখন হবে Whatsapp ও Facebook(Private) গ্রুপে জানানো হবে।

চ্যালেঞ্জের কোন নির্দিষ্ট সময় নেই ভাই। LMS – (যেখানে সব লাইভ সেশনের ভিডিও রাখা আছে) থেকে সেশন দেখে চ্যালেঞ্জ কমপ্লিট করবেন আর সাপোর্ট ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে সাপোর্ট পেতে দেরি হলে Whastapp group!

সকল প্রাকটিস আমাদের ওয়েবসাইটে হবে যেখানে আমাদের প্রিমিয়াম প্লাগিন লোড করা থাকবে, আসলে কোন প্রিমিয়াম প্লাগিন বা সার্ভিস ফ্রিতে দেওয়ার সুযোগ নেই, যা পাবেন সব পিওর Value যেসব আমি ১০+ বছর ক্যারিয়ারে অর্জন করেছি।

 

ভালোভাবে চ্যলেঞ্জ শেষ করতে পারলে বিজয়ীদের সবাইকে পুরস্কৃত করা হবে (নগদ টাকা বা গিফট) ইনশাআল্লাহ, আর আমি চাই যারা জয়েন করবে সবাই ভালোভাবে সব টাস্ক কম্লিট করে কিছু ভালো স্কিল শিখে নিক। আশা করছি আপনাদের সহযোগিতা পাবো।

 

খুব বেশি মানুষ Action নিতে পারে না ভাই, শুধু শিখে যায় সব কিছু জানার জন্য।
আশা করছি গতানুগতিক ১০/১২ হাজার টাকার কোর্স করে কিছু না শেখার চেয়ে নিজে পারবে কিনা সেই যোগ্যতা যাচাই করার সুযোগ পাবে অল্প কিছু মানুষ।

 

Freelancing career: 

Freelancer.com Profile: https://www.freelancer.com/u/exelentshakil (Ended 2 years ago)

Legiit.com Profile: https://legiit.com/exelentshakil/ 

Fiverr.com Profile: Banned March 2024 I don’t know why, will share this story and why you should avoid Fiverr and use Legiit instead!

Upwork.com: Odesk ১বার, Upwork ১বার, ২ বার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পর কিছুই করতে পারি নি তেমন, একটা ভাঙ্গা অ্যাকাউন্ট আছে দেখতে পারেনঃ https://www.upwork.com/freelancers/~01e19084859cda495e

Now:

Software Engineer (Remote): HeartCore Growth: heartcoregrowth.com

How Many Websites Did You Build?
I have stopped counting after 2016.
Currently Managing 100+ WP Powered Websites and more coming in..

Project Im Proud To Be As a Software Engineer:  Legiit.com (Freelance Platform, Now World’s Top): legiit.com 

Any Local Business You did or own so we know you know something about BD local business model too?
Noon’s Baby (Premium Babycare business that is doing really good and growing): noonsbaby.com

M3-এর জন্য কোন রিফান্ড নেই—কারণ:

আপনার যদি এই Mindset থাকে যে “আমি যদি কিছুই শিখতে না পারি, তাহলে রিফান্ড চাইবো” তাহলে এই চ্যালেঞ্জ আন্যান্য যারা আগ্রহী তাদের আর আপনার জন্যও মূল্যবান সময়ের ক্ষতি।

➤ সপ্তাহ ভিত্তিক সমস্যা বুঝে প্রজেক্ট চেঞ্জ

➤ সাপ্তাহিক “ড্রপ-ইন”
প্রশ্নউত্তর পর্ব Whatsapp Group।

➤ ফিডব্যাক শুক্রবার

প্রতি শুক্রবার আপনার প্রজেক্ট এর সমস্যা সমাধান ও ফিডব্যাক দেওয়া হবে Facebook Group এর পোস্ট এর মাধ্যমে।

এতকিছুর পরেও যদি আপনি কিছুই না বোঝেন বা সব কিছু আপনার মাথার উপর দিয়ে যায় তাহলে মেন্টরের সাথে ১-১ কলে ১ ঘণ্টার Mastermind এর ব্যবস্থা করা হবে। তারপরেও নাহলে আপনি ফুল রিফান্ড পাবেন ইন শা আল্লাহ।

Terms and Conditions Privacy Policy